
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা-৮ বরুড়া সংসদীয় আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী
নজরুলসহ ৫ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা
হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরুড়া উপজেলা আওয়ামী লীগ
কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার মেয়র ও পৌর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকতার হোসেন বখতিয়ার। তিনি বলেন, স্থানীয় এমপি
ও তাকে সহ দলের ৫ নেতার নামে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন
সংবাদ প্রকাশ করায় তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। লিখিত
বক্তব্যে মেয়র বখতিয়ার বলেন, গত ১৭ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় মনগড়া
প্রতিবেদনের মাধ্যমে বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল) সাহেবকে
সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে। আমি মোঃ বক্তৃতার
হোসেন (বখতিয়ার) বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দঃ
জেলা আওয়ামী লীগের সদস্য এবং পৌরসভার মেয়র, কুমিল্লা জেলা পরিষদের সাবেক
সদস্য, কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগের সদস্য জনাব সোহেল সামাদ, খোশবাস
উত্তর ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান জনাব নাজমুল হাসান
সর্দার, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শাহজাহান এবং পৌরসভার ৯নং
ওয়ার্ড এর দুই বার নির্বাচিত কাউন্সিলর জনাব মো: শাহিনুর হোসেন সহ পাঁচ
জনের নাম উল্লেখ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাও বানোয়াট সংবাদ প্রকাশ
করায় তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে।
তিনি
বলেন, বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল) একজন পরিছন্ন
রাজনীতিবিদ তিনি বরুড়ায় দুই মেয়াদে সংসদ সদস্য থাকা কালিন সময়ে বরুড়াকে
অত্যন্ত সুন্দর এবং সু-শৃঙ্খল ভাবে পরিচালনা করে আসচ্ছেন। তিনি কোন অন্যায়
করেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেন না। একজন পরিছন্ন ক্লিন ইমেজের সংসদ
সদস্যের ছবি এবং নাম ব্যাবহার করে দৈনিক যুগান্তর পত্রিকার রির্পোটার যে
প্রতিবেদন দিয়েছেন এতে প্রমাণ করে ইহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং
উদ্দেশ্যপ্রণোদিত যার কারণে বরুড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ওসহযোগী সংগঠন
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তিনি বলেন, সংবাদটি মিথ্যা ভিত্তিহীন
ও মানহানিকর দাবি করে মঙ্গলবার পত্রিকাটির ব্যুরো রির্পোটার আবুল খায়েরের
বিরুদ্ধে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
মামলাটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, সহ-সভাপতি
আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আবু ইসহাক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল, যুবলীগ নেতা সোহেল
সামাদ, বরুড়া পৌরসভার প্যানেল মেয়র আবুল কাশেম ও শাহিনুর সহ পৌরসভার
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।