রাজধানীর গ্রিনরোডে হার্ডওয়্যারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে লাগে এ আগুন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, গ্রিনরোডে কমফোর্ট হাসপাতালের পাশে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।