খালেদা জিয়াকে বিএনপি মাইনাস করে দিয়েছে: মেয়র তাপস
|
![]() বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন। মেয়র তাপস বলেন, ‘আজ অনেকেই অনেক কথা বলেন। তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা জীবনে উন্নয়ন করে নাই, উন্নয়ন করতে পারে নাই, তারা কীভাবে উন্নয়ন দেখবে? তারা বিদ্যুৎ দিতে পারেনি, মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন দেখতে পারবে না।’ বিএনপি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাতারবাড়ী (গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র– এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে হবে।’ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মকছুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী প্রমুখ।
|