বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩
২৩ অগ্রহায়ণ ১৪৩০
বাবা-মায়ের কবরে শায়িত হবেন সালাহউদ্দিন জাকী
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৭ পিএম |

বাবা-মায়ের কবরে শায়িত হবেন সালাহউদ্দিন জাকী‘ঘুড্ডি’র নির্মাতা সদ্যপ্রয়াত সৈয়দ সালাহউদ্দীন জাকীকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সমাহিত করা হবে। তার আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তিনি জানান, সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকীকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।


জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হবে। চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সমাহিত করা হবে।


সৈয়দ সালাহউদ্দীন জাকী সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ সিনেমার কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ২০২১ সালে একুশে পদক লাভ করেন।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন।












সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
স্বতন্ত্র প্রার্থী ১ শতাংশ ভোটার সমর্থনের বৈধতা প্রশ্নে রিট ফেরত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন হানিফ
জরার্জিণ ঘরে গুচ্ছগ্রামের ১০ পরিবারের বাস
কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
সোনার দাম ভরিতে কমলো ১৭৫০ টাকা
১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
চলতি মাসে রিজার্ভ কমছে না: বাংলাদেশ ব্যাংক
এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft