কুমিল্লায় বেগম খালেদা জিয়ার তিন মামলার শুনানী অনুষ্ঠিত
তানভীর দিপু
|
![]() উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে আগুণ দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে অন্যান্যদের অর্ন্তর্ভূক্ত করে মোট ৭৮জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়- যার শুনানীর সময় ছিলো আজ। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানীতে অন্তর্ভূক্ত ছিলো। অপর দিকে ২০১৫ সালের চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরো একটি মামলায় আসামিদের উপস্থিতির শুনানী একই আদালতে একই সময় অনুষ্ঠিত হয়। তিনটি মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করার জন্য আইনজীবীরা সময় আবেদন করেন। শুনানীতে মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা শওকত মাহমুদ হাজির ছিলেন। |