বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
জমির দখল নিয়ে দুই জনের প্রাণহানি
বরুড়ার সাত্তার হত্যা মামলার পাঁচ আসামি গ্রেফতার
জহির শান্ত
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৭ এএম |

 বরুড়ার সাত্তার হত্যা মামলার পাঁচ আসামি গ্রেফতার

কুমিল্লার বরুড়ায় জমির দখল নিয়ে দ্বন্দ্বে আলোচিত জোড়া খুনের ঘটনায় নিহত আবদুস সাত্তারের স্ত্রীর দায়ের করা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১, কুমিল্লা ও র‌্যাব-২, আগারগাঁও, ঢাকার একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ কুমিল্লার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেÑ হত্যা মামলার ৪ নং আসামী ইমন ওরফে রিমন (২০), ৬ নং আসামী আব্দুর রাজ্জাক (৪৫), ৭ নং আসামী সেকান্দার আলী (৬০), ৮ নং আসামী জয়নাল (৪৬), ৯ নং আসামী আজাদ (৪০)। তারা সকলেই জলগাঁও গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
জানতে চাইলে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সাত্তার হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদেরকে আদালতে সোপর্দ করেছি।
এর আগে গত ১ আগস্ট শুক্রবার কুমিল্লার বরুড়া উপজেলার জলগাঁও গ্রামে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হচ্ছেন  জালগাঁও গ্রামের জামাল হোসেনের পুত্র খোরশেদ আলম (৩৫)ও একই গ্রামের মৃত হাসান আলীর পুত্র আবদুস সাত্তার (৬০)। এ ঘটনায় বরুড়া থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় পুলিশ ও র‌্যাব যৌথভাবে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাত্তার হত্যা মামলায় ৭ জন এবং খোরশেদ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার হয়েছে।













সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft