বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন: প্রধান তথ্য কমিশনার
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ এএম |


তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক বলেছেন, ‘দেশে ৪৫টির অধিক টেলিভিশন এবং তিন হাজারের বেশি পত্রিকা রয়েছে। দেশের এসব গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। গণমাধ্যম তাদের মতো করে তথ্য প্রকাশ করছে। এতে কারও কোনও হস্তক্ষেপ নেই।’
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল মালেক বলেন, ‘২০০৯ সালের মার্চে তথ্য অধিকার আইন পাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি গণতন্ত্রের অভিযাত্রায় জনগণের মূল্যবান প্রাপ্তি। যা জনগণের অধিকার। এর আগে জনগণ জানতো না, তথ্য অধিকার আইন কী। শুধু আইন প্রণয়ন নয়, ওই বছরের জুলাই মাসে তথ্য কমিশন গঠন করেন প্রধানমন্ত্রী।’
তথ্য অধিকার আইন প্রয়োগ করে দেশের মানুষ তার অধিকার আদায় করতে পারবে জানিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘এই আইনটি ১২ বছর আগে পাস হয়েছে। তবে এখনও সবার কাছে পৌঁছায়নি। এটি শক্তিশালী আইন; যা সুশাসনের জন্য অপরিহার্য। তবে এই আইন সাধারণ মানুষ এখনও ব্যাপক হারে ব্যবহার করতে সক্ষম হয়নি। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই আইনের আওতায়। এই আইনে সবাই তথ্য দিতে বাধ্য। সবাইকে এর চর্চা করতে হবে। আমরা এর প্রচারে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাবো।’
সভায় আরও বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এবং সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার।













সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft