শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০
ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩১ পিএম |

ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফাবলা হয়, ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘ঘুড্ডি’ সিনেমাটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তখন হয়ত উন্নত প্রযুক্তি ছিল না, কিন্তু ছবিটির গল্প ও নির্মাণশৈলি অত্যন্ত আধুনিক ছিল। সেই সুবাদে এটি কালের সীমানা জয় করে নেয়। এই কালজয়ী সিনেমাটি যিনি নির্মাণ করেছিলেন, তিনি আর বেঁচে নেই।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। এদিন আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

গুণী এই নির্মাতার প্রয়াণে শোকাচ্ছন্ন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। কারণ ‘ঘুড্ডি’ সিনেমার নায়িকা তিনি। সোশ্যাল হ্যান্ডেলে সুবর্ণা লিখেছেন, ‘১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষ বার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।’  


এদিকে দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও শোক প্রকাশ করেছেন। সোশ্যাল বার্তায় বলেছেন, ‘সৈয়দ সালাহদ্দিন জাকী। গভীর এবং বিনম্র শ্রদ্ধা!’

সালাহউদ্দিন জাকী খুব বেশি সিনেমা নির্মাণ করেননি। তবে তার মেধা-মনন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে দারুণ প্রভাব ফেলেছিল। কাজ করেছিলেন বিটিভির মহাপরিচালক হিসেবেও।

শেষ জীবনে দুটি সিনেমা নির্মাণ করে গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি দুটির নাম ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’।

‘ঘুড্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। এছাড়া ২০২১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।












সর্বশেষ সংবাদ
ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লায়
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লায় আরো দুই ডায়গনস্টিক সেন্টার বন্ধ
ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ উপহার দিতে আমাদের সকলকে কাজ করতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা; সাড়ে চার লাখ টাকা জরিমানা
কুমিল্লায় পিস্তলসহ সন্ত্রাসী বুলেট গ্রেফতার
‘ভোগান্তি এড়াতে’ কুমিল্লা শহরে ঢুকবে না বিএনপির রোডমার্চ
কুমিল্লা শহরকে জঞ্জালে পরিণত করা হয়েছে
প্রফেসর মোঃ মতিউর রহমানের ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft