কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ও মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে রেজভীয়া দরগাহ শরীফ।
শনিবার
(১৬ সেপ্টেম্বর) বিকেলে মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ
চান্দিনার উদ্যোগে ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসা থেকে র্যালিটি
বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তারা
বলেন- পবিত্র মাহে রবিউল আওয়াল মাসে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম পৃথিবীতে শুভাগমন করেন। নবীজির আগমনের দিন ও মাসকে মুমিন
মুসলমানগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। নবীজিকে আল্লাহতালা রহমত স্বরূপ
প্রেরণ করায় ১২ রবিউল আওয়াকে সব ঈদের সেরা ঈদ হিসেবে সুন্নী মুসলিমগণ
ঊদযাপন করে থাকেন। সেই ধারাবাহিতকায় রবিউল আওয়াল মাসকে স্বাগত জানিয়ে
চান্দিনায় এমন আয়োজন সত্যি আনন্দের।
রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড
ফাউন্ডেশনের মহাসচিব মাও. কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী’র সভাপতিত্বে
উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো: মফিজুল ইসলাম, মাও: এম এ মবিন আনোয়ারী,
মো: আলী হোসেন, মুফতী বদিউল আলম, আবদুল হক, মো: সালাহ উদ্দীন, মাও:
মিজানুর রহমান নাজিরী, মুফতী আহমাদ রেজা সোহাগ, মাও: আবদুল হাকিম, মাও:
হুমায়ুন কবির, মাও: হাবিবুর রহমান, মাও: কাজী আ: রশিদ, মাও: মো: লিয়াকত,
মাও. মুজ্জাম্মেল হোসেন, মাও: শাহ আলম, মাও : আ: কাদের, মাও: ওলী উল্লাহ,
আবদুর রহিম, মো: সুমন কাজী, আবদুল হালিম রনি, আবু হানিফ, মো: আনোয়ার হোসেন,
মো: কামাল হোসেন, মো: ফরহাদ হোসেন, আবদুল মান্নান, মো: ওলী উল্লাহ, মো:
মনির হোসেন প্রমুখ।