বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম বুয়েট
কুবিতে প্রথমবারের মত প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত
সাঈদ হাসান, কুবি
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৩ এএম |

কুবিতে প্রথমবারের মত প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘সিওইউ-ব্রাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট -২০২৩ বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল 'বুয়েট নাইটফল'।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রকৌশল অনুষদে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭১ টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে প্রতিযোগিদের ফলাফল ঘোষণা করা হয়।
এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো.শাহরিয়ার মানজুর। এছাড়াও উপস্থিত ছিল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল 'বুয়েট নাইটফল' দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের দল 'সংশপ্তক', তৃতীয় স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল 'এনএসউ প্রিমিউটেড', চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ' আরও নাউ অর নেভার ' এবং পঞ্চম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দল 'রুয়েট জিরো এসি স্কোয়াড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দল ' সিওউ আনপ্রেডিক্ট্যাবল ৩২০৭' দশম স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য বুয়েটের শিক্ষার্থী আহমেদ হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, অনেক ভালো লাগছে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হতে পেরে। আগেও কয়েকটি প্রগামিং প্রতিযোগিতার অংশগ্রহণ করলেও এবারই প্রথম স্থান অর্জন করেছি। অনুভূতি সত্যিই অন্যরকম।
প্রতিযোগিতার বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান বলেন, এমন সুন্দর একটা আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। মোট ৭১ টি দল অংশগ্রহণ করেন প্রতিটি দলে ৩ জন ও এক জন কোচ ছিলেন। ভবিষ্যতে এমন আয়োজন আরো করা হবে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যারা আজকের প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানায়। ভবিষ্যতে এমন আরো সুন্দর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। এমন আয়োজনে মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম পাঁচটি দলকে মোট ৬০ হাজার টাকা প্রাইজ মনি দেওয়া হয় যেখানে প্রথম দল ১৫ হাজার টাকা ও পঞ্চম দল ছয় হাজার টাকা পায়।
 












সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft