প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৮ পিএম |
কুমিল্লায় চটের বস্তার ভেতর লুকিয়ে বাসে করে পাচার কালে বিভিন্ন প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলাধীন পশ্চিম ধনমুড়ি হায়দারপুল নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কাছিম গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিষয়ে অধিকারী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিরল প্রজাতির কাছিম উদ্ধার এবং এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলাধীন পশ্চিম ধনমুড়ি হায়দারপুল নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রাম টু মংলাগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান চালিয়ে বাসের পিছনের বক্স থেকে তিনটি ককশীটের কার্টুনে প্লাষ্টিকের চটের বস্তার ভিতর রক্ষিত ৪ প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করা হয়।
এর মধ্যে সন্ধি কাশিম ১৯ টি, হলদে কাইট্টা ১১ টি, কড়ি কাইট্টা ৫টি এবং পিকক কচ্ছপ ১০টি। 
এ বিষয়ে গাড়ীর সুপার ভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তিনটি ককশীটের কার্টুন ফেনী থেকে একজন ব্যক্তি মংলা নিয়ে যাওয়ার জন্য বাসে তুলে দেয়। কাছিম গুলো বিষয় অধিকারী নামে এক ব্যক্তি সেখানে নিয়ে যাচ্ছিল। পরে তাকে আটক করা হয়। আটক বিষয় অধিকারী বাঘেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদারতলী গ্রামের বিধানচন্দ্র অধিকারীর পুত্র।
অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এ বিষয়ে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।