বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
মনোহরগঞ্জে চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ এএম |



কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের মরহুম নাজির আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান ফয়েজ আহমেদ রাব্বির উদ্যোগে এবং চাঁদপুর জেলার মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদিন মনোহরগঞ্জ উপজেলার  যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০০ জন রোগীর চোখের পরীক্ষা শেষে মোট ৩৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাচাই করা হয়েছে। পরে ওইদিনই ফয়েজ আহমেদ রাব্বির উদ্যোগে একটি বাস ব্যবস্থা করে চোখের ছানি অপারেশনের জন্য ওই ৩৭ জন রোগীকে লাউলহরী গ্রাম থেকে চাঁদপুর জেলার মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ৩৭ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে বলে জানান ফয়েজ আহমেদ রাব্বি। ওই ৩৭ জন রোগী গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার বাড়িতে আসে। ফয়েজ আহমেদ রাব্বি জানান, যে ৩৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চাঁদপুর নেওয়া হয়েছে তাদের থাকা-খাওয়া, যাওয়া- আসা, অপারেশন এবং অপারেশন পরবর্তী ঔষধ ও কালো চশমা বিতরণ বিনামূল্যে করা হবে। এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। ভবিষ্যতে এরকম তরুণ- উদীয়মান যৃবকরা সমাজের জন্য এবং সমাজের মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসলে সমাজের জন্য ও সমাজের মানুষের জন্য উপকার হবে। যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চোখে ছানি অপারেশনের জন্য রোগী বাছাইকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন হাওলাদার, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা আক্তার, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের পিআরও এবং নরহরিপুর গ্রামের সন্তান আবু জাফর, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম, ব্যবসায়ী ইমাম হোসেন, সাবেক মেম্বার আবুল হাসেম, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত ডাক্তারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।













সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft