বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
ইউরো বাছাইপর্বে
ফ্রান্সকে হারাল জার্মানি, স্পেন জিতল ৬ গোলে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ এএম |




নতুন কোচের অধীনে জয়ে ফিরেছে জার্মানি। জাপানের বিপক্ষে দু’দিন আগে ৪-১ গোলে পরাজিত হওয়া দলটি মঙ্গলবার রাতে পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে।
অন্য দিকে ইউরো বাছাইপর্বে সাইপ্রাসের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে স্পেন। আগের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতেছিল ৭-১ ব্যবধানে।
আগামী বছরের ইউরোর স্বাগতিক জার্মানি। সেজন্য বাছাইপর্ব খেলতে হচ্ছে না দলটির। আসরের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে প্রীতি ম্যাচ খেলছে তারা। ওই লড়াইয়ে ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে ম্যাচের ৪ মিনিটে লিড নেয় জার্মানি। গোল করেন থমাস মুলার।
কিলিয়ান এমবাপ্পেহীন ফ্রান্স ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। জার্মানির চেয়ে বেশি আক্রমণ সাজিয়ে ও গোলে শট নিলেও দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। লিরয় সানে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে  অ্যান্তোনি কন্তে গোল করে দলের হারের ব্যবধান কমান। তিনি ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।
সাইপ্রাসের বিপক্ষে স্পেন ম্যাচটি খেলেছে ঘরের মাঠ গ্রানাডায়। পাবলো গাভি ও মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৮৩ মিনিটের মধ্যে আরও চার গোল করে স্পেন। দলটির হয়ে জোসেলু তৃতীয় গোলটি করেন। ফেরান তোরেস জোড়া গোল করেন এবং অ্যালেক্স বায়েনা একটি গোল করেন।














সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft