নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমান (৫) কে অপহরণ করে
শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ- এবং একজনকে ১৪ বছরের
কারাদ- প্রদান করেন আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৩) বিকেলে কুমিল্লার
বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ)
মোঃ মোয়াজ্জেম হোসেন এ রায় দেন। মামলার সরকারি কৌশলী (পিপি) মোঃ আমজাদ
হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
রায়ে দ-প্রাপ্তরা হলেন, কুমিল্লার মুরাদনগর
উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে মোঃ ময়নাল হোসেন (৩৩), আবু
মুসার ছেলে নাজমুল হাছান (৩০), মোঃ রবিউল হাসান (৩৪) ও মোঃ ছালামত খানের
ছেলে মোঃ শাহীন খান (২০)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত
ছিলেন।
মামলার বিবরণে জানাযায়, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে
১১টায় মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকা থেকে শিশু মোঃ আব্দুর রহমান (৫)
অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। পরে ২৪ ফেব্রুয়ারী অপহৃত শিশুর
পিতা ওমান প্রবাসী মোঃ ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে
মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা
উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি
মোঃ ময়নালকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানায় যে, আব্দুর রহমান (৫) কে অপহরণ
করে তার পিতার নিকট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। উক্ত দাবীকৃত টাকা
দিতে না পারায় অপহরণের ১০দিন পর ভিকটিম আব্দুর রহমানকে ময়নাল হোসেনসহ অন্য
আসামিরা গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে আসামি ময়নালের আবাদি জমিতে মাটি
খুড়িয়ে পুঁতে রাখে এবং তার দেখানো মতে থানা পুলিশ আব্দুর রহমানে লাশ উদ্ধার
করে।
মামলার স্পেশাল পিপি এডভোকেট মোঃ আমজাদ হোসেন বলেন, রাষ্ট্রপক্ষে
সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ময়নাল হোসেন, নাজমুল হাছান ও মোঃ
শাহীন খান শাহীন মিয়াকে যাবজ্জীবন ও প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অর্থ দ-
প্রদান ও আনাদয়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং অপর আসামি মোঃ রবিউল
হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থ দ-; অনাদায়ে আরও ছয়
মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন আদালত।