ভারতের
জারখন্ড রাজ্যের জামশেদপুর শহরে অনুষ্ঠানরত টাটা স্টিল এশিয়ান জুনিয়র
(অনুর্ধ্ব-২০ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে মিলিতভাবে ৭ জনের
সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন ফিদে মাস্টার মনন রেজা নীড়। ষষ্ঠ রাউন্ড শেষে
তার সংগ্রহ ৪ পয়েন্ট। ছয় খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৩ পয়েন্ট
অর্জন করেছেন।
জুনিয়র বালিকা গ্রুপে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে মহিলা ফিদে
মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ
ওয়ালিজা ২ পয়েন্ট অর্জন করেছেন। আজ সকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায়
ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের অজয় সন্তোস পারভানারেড্ডিকে
পরাজিত করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের দিশাঙ্ক সচিন বাজাজের সাথে
ড্র করেন। আয়ান রহমান নেপালের রিশন থাপার কাছে হেরে যান।
জুনিয়র বালিকা
বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিক
মাস্টার নুরগালি নাজেরকের কাছে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা
ভারতের খায়েরমোরে ধনশ্রির কাছে হেরে যান।
বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ
রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের অরুন কাতারিয়াকে পরাজিত
করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আলেখ্য মুখোপাধ্যায়ের কাছে ও
আয়ান রহমান ভারতের এ গিরিধরের কাছে হেরে যান। জুনিয়র বালিকা বিভাগে মহিলা
ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের সাগর সিয়ার সাথে ড্র করেন ও
মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ভারতের শেরালি পট্টানায়কের কাছে কাছে
হেরে যান।