বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
চান্দিনা পৌর কৃষকলীগের কর্মী সভায় প্রাণ গোপাল দত্ত এমপি
শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৯ এএম |




বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে যে কোন মূল্যে নিজেদের মধ্যে দলাদলী বন্ধ করে ভাতৃত্ববন্ধন সৃষ্টি করার পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ কার্যালয়ে পৌর কৃষকলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কারও কাছে মাথা নত করার মতো ব্যক্তি নয়। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছেন। যার উৎকৃষ্ট প্রমাণ সম্প্রতি ভারত সফর। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতা-কর্মী ও জনতার প্রতি আহবান জানান তিনি।
সভায় পৌর কৃষকলীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহসিন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন।













সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
বিয়ের পরদিন বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft