স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেছেন, মশা কমাতে হবে, মশার কামড় যদি না কমে, ডেঙ্গু রোগী
কমবে না। ডেঙ্গু কমানো সবচেয়ে বড় বিষয়। কাজেই মশা কমানো যাদের দায়িত্ব,
তাদের সে দায়িত্ব ভালোভাবে পালন করা প্রয়োজন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ
মালেক বলেন, ‘সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে। শুধু ঢাকা নয়, আজকে ৬৪ জেলাতেই
রোগী পাওয়া যাচ্ছে। প্রতি দিন ৩ হাজার রোগী পাওয়া যাচ্ছে। কেন পাচ্ছি?
অর্থাৎ মশা কমেনি, বেড়েছে। মশার কামড় বেড়েছে, সেই কারণে আমরা রোগী বেশি
পাচ্ছি। কাজেই যেখানে মূল সমস্যা, গোঁড়ায় আমাদের হাত দিতে হবে। যেখানে
মশার প্রজনন হচ্ছে, সে জায়গায় স্প্রে করতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন,
ড্রেনে, ডোবা ও নালায় স্প্রে করতে হবে। বাড়ির আশেপাশে ভেতরে স্প্রে করতে
হবে। যার যেখানে দায়িত্ব সেখানে তা পালন করতে হবে। ওই দায়িত্ব তো আমরা দেখি
না। আমাদের দায়িত্ব তো হাসপাতালে চিকিৎসা দেওয়া। সেই চিকিৎসা আমরা
সঠিকভাবে দিচ্ছি এবং হাসপাতালের ভেতরে তো বেডের কমতি নেই। যদিও প্রতি দিন ৩
হাজার রোগী প্রবেশ করছে। চিকিৎসারও কোনও কমতি নেই। হাসপাতালে স্যালাইনেরও
কোনও অভাব নেই। হ্যাঁ, বাইরে স্যালাইনের একটু ঘাটতি হয়েছে বলে আমাদের কানে
এসেছে। সে কারণে আমরা আমদানির অনুমতি দিয়েছি। সাত লাখ ব্যাগ স্যালাইন দেশে
আসার প্রক্রিয়ার মধ্যে আছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে।’
মন্ত্রী
বলেন, ‘তবে মূল যেখানে হাত দেওয়া উচিত, তা হলো ডেঙ্গু মশা যেন না থাকে।
সারা বছর যেন এই বিষয়ে কাজ করা হয়, পদক্ষেপ নেওয়া হয়। একদিকে রোগী বাড়াবো,
আরেকদিকে বলবো— চিকিৎসাসেবা দিতে পারছি না, এটা ঠিক না। চিকিৎসাসেবার
সরকারি হাসপাতালে কোনও অভাব নেই। আমাদের কাজটি আমরা ঠিকভাবে করছি। অন্যদের
কাজ তারা যেন ভালোভাবে করে।’