সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাইলেন জাহাঙ্গীর
|
![]() মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাটখিলের খিলপাড়া বাজারে উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এরপর সন্ধ্যায় খিলপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের জন্য ভাতা চালুসহ নানাবিধ সুবিধা সৃষ্টি করেছেন। আগামীতে নৌকা মার্কায় ভোট দিলে আরও বেশি সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের প্রথমদিন সোমবার তিনি সাহাপুর বাজার, দশঘরিয়া বাজার ও বদলকোট বাজারে গণসংযোগ করেন। এছাড়া ধারাবাহিকভাবে আগামী তিনদিন খিলপাড়া বাজার, সোমপাড়া বাজার, জনতা বাজার, হাটপুকুরিয়া, কাচারী বাজার, পাল্লা বাজার, ইয়াছিন হাজির বাজারে সরকারের উন্নয়ন প্রচারে তার লিফলেট বিতরণের কথা রয়েছে।
|