বুধবার ৪ অক্টোবর ২০২৩
১৯ আশ্বিন ১৪৩০
সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাইলেন জাহাঙ্গীর
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১০ পিএম |

সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাইলেন জাহাঙ্গীরনোয়াখালীর চাটখিলে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শ্রমজীবীদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাটখিলের খিলপাড়া বাজারে উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এরপর সন্ধ্যায় খিলপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।


এসময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের জন্য ভাতা চালুসহ নানাবিধ সুবিধা সৃষ্টি করেছেন। আগামীতে নৌকা মার্কায় ভোট দিলে আরও বেশি সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের প্রথমদিন সোমবার তিনি সাহাপুর বাজার, দশঘরিয়া বাজার ও বদলকোট বাজারে গণসংযোগ করেন। এছাড়া ধারাবাহিকভাবে আগামী তিনদিন খিলপাড়া বাজার, সোমপাড়া বাজার, জনতা বাজার, হাটপুকুরিয়া, কাচারী বাজার, পাল্লা বাজার, ইয়াছিন হাজির বাজারে সরকারের উন্নয়ন প্রচারে তার লিফলেট বিতরণের কথা রয়েছে।












সর্বশেষ সংবাদ
দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
বিশ্ব প্রাণী দিবস আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের খবরে হাসপাতাল ছেড়ে পালিয়েছে সবাই!
শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে হবে :এমপি বাহার
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ২ প্রাণ
প্রেমিকাকে নিয়ে সুখে থাকতে মামার বুক খালি করলেন তরুণ
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft