বুধবার ২৩ অক্টোবর ২০২৪
৭ কার্তিক ১৪৩১
ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১১ এএম |

ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগ
সারা দেশেই ডেঙ্গু ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। গত শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। এটি এ বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর ফলে এ বছর ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সামনের দিনগুলোতে এডিস মশা বাড়বে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেশি হবে। অন্যদিকে সারা দেশেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি লক্ষ করা যাচ্ছে। পত্রিকান্তরে প্রকাশিত খবরে দেখা যায়, কিশোরগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী আসছে।
বর্তমানে ২৯ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে স্যালাইন দেওয়া হচ্ছে না। প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধও দেওয়া হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষাও করাতে হয় বাইরের বেসরকারি ক্লিনিক থেকে অনেক বেশি দামে।
তাই স্যালাইন, ওষুধ, পথ্য, পরীক্ষা মিলিয়ে যে ব্যয় হচ্ছে দরিদ্র রোগীরা তা মেটাতে হিমশিম খাচ্ছে।
ডেঙ্গু চিকিৎসায় এমন অব্যবস্থাপনার চিত্র কমবেশি সারা দেশেই। গণমাধ্যমে এরই মধ্যে এমন অনেক খবর প্রকাশিত হয়েছে। এসব খবরে বলা হয়, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের কোনোটিতেই রোগীদের স্যালাইন সরবরাহ করা হচ্ছে না। আরেক খবরে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজসহ বরিশালের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া রোগীরা জানিয়েছে, চিকিৎসায় একেকজনের খরচ হয়েছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
সেখানেও বাইরে থেকে ওষুধ ও স্যালাইন কেনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষাও করাতে হয়েছে। অন্যদিকে সুযোগ বুঝে ফার্মেসিগুলো স্যালাইনের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমনকি ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় ডাবের দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রকাশিত খবরে দেখা যায়, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী জানিয়েছেন, ১০ দিনে তাঁকে ১০ বার সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা করাতে হয়েছে বাইরে থেকে। হাসপাতালের পরিচালকও জানান, হাসপাতালের সিবিসি মেশিনটি কয়েক দিন ধরে নষ্ট। দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও জানান, পরীক্ষা-নিরীক্ষা তাঁদের বাইরে থেকেই করাতে হয়। কেন এমন হবে? অতীতে গণমাধ্যমে দেখেছি, বাইরের ক্লিনিকগুলো তাদের ব্যবসা জমজমাট রাখতে সংশ্লিষ্টদের ঘুষ দিয়ে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি অকেজো করে রাখে। তেমন কোনো ঘটনা আছে কি না তা অনুসন্ধান করে দেখতে হবে।
আমরা চাই, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২