বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
কোকিলকণ্ঠী শিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:২০ পিএম |

 কোকিলকণ্ঠী শিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিনআধুনিক গান থেকে শুরু করে সিনেমার গান, দেশের গান- সব ঘরানার গান গেয়েছেন তিনি। যে ধরনের গানই কণ্ঠে ধারণ করেছেন তা সুরের আকাশে ডানা মেলে সবার হৃদয় ছুঁয়ে গেছে।

তার কণ্ঠের অসংখ্য গানের জাদুতে আচ্ছন্ন হয়েছেন এদেশের সংগীতপ্রেমীরা। এ শিল্পীর নাম সাবিনা ইয়াসমীন। যাকে বাংলা গানের জীবন্তকিংবদন্তি সংগীতশিল্পী বলা হয়।


কণ্ঠ মাধুর্যতার কারণে সাবিনা ইয়াসমীনকে কোকিলকণ্ঠী শিল্পী বলা হয়। তিনি গান গেয়ে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের হৃদয় জয় করে যাচ্ছেন। তার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এখনো তিনি সমান জনপ্রিয়। শুধু বাংলাদেশে নয়, সাবিনা ইয়াসমীনকে উপমহাদেশের সেরা সংগীতশিল্পীদের একজন মনে করা হয়।

বাংলা গানের খ্যাতিমান শিল্পী সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের আজকের (৪ সেপ্টেম্ব) এই দিনে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার লুৎফর রহমান ও মায়ের নাম বেগম মৌলুদা খাতুন। তার পুরো পরিবারটি সংগীত পরিবার হিসেবে পরিচিত। তার পাঁচ বোনের মধ্যে চারজনই গান করেছেন। এরা হচ্ছেন, ফওজিয়া খান, ফরিদা ইয়াসমীন, নীলুফার ইয়াসমীন এবং সাবিনা ইয়াসমীন। তার বোন নীলুফার ইয়াসমীনের ছেলে আগুন এদেশের একজন তুমুল জনপ্রিয় শিল্পী।



সাবিনা ইয়াসমীন ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু নির্মিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্র আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানের মাধ্যমে সিনেমায় প্লে-ব্যাক শুরু করেন।


অন্যান্য শাখার গানের পাশাপাশি সাবিনা ইয়াসমীন দেশের গানে অসামান্য পারদর্শিতা দেখিয়েছেন। তার কণ্ঠের নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি দেশাত্ববোধক গানের মধ্যে অন্যতম সেরা একটি গান।

এ ছাড়াও সাবিনা ইয়াসমীনের জনপ্রিয় দেশের গানের মধ্যে রয়েছে, ‘সব কটা জানালা খুলে দাও না’, সেই রেল লাইনের ধারে’, ‘সুন্দর সুবর্ণ’, ‘একটি বাংলাদেশ’ প্রভৃতি।

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে যেসব গান বাণীবদ্ধ হয়েছে এর অধিকাংশই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার কণ্ঠের অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে।

সাবিনা ইয়াসমীনের যেসব গান জনপ্রিয়তার শীর্ষে এর মধ্যে রয়েছে, ‘এই মন তোমাকে দিলাম’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘মনেরই রঙে রাঙাবো’, ‘একবার যেতে দে না’, ‘ও আমার রসিয়া বন্ধু রে’, ‘এই পৃথিবীর পরে’, ‘আমার হৃদয়ের আয়না’, ‘তুমি যে আমার কবিতা’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘বাবা বলে গেলো’, ‘একি সোনার আলোয়’, ‘কতো সাধনায় এমন ভাগ্য মেলে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’সহ আরও অনেক গান।

সাবিনা ইয়াসমীন ১৯৭৫ সালে ‘সুজন সখী’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এখন পর্যন্ত তিনি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

শুধু চলচ্চিত্র পুরস্কার নয়, সাবিনা ইয়াসমীন বাংলা সংগীতে অসামান্য অবদান রাখার একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। আজ এই খ্যাতিমান শিল্পীর জন্মদিনে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২