বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ডলার খরচ করেছেন ভারতে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৭:১৫ পিএম |

বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ডলার খরচ করেছেন ভারতেগত জুন মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩৮৮ কোটি টাকার সমপরিমাণ অর্থ খরচ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এই মাসে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটার জন্য বাংলাদেশিরা খরচ করেছেন ৬১ কোটি টাকা সমপরিমাণ ডলার, যা মোট খরচের প্রায় ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অবশ্য মে মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছিলেন ৪৮৫ কোটি টাকার সমান। সেই হিসেবে এক মাসের ব্যবধানে বিদেশে ডলার খরচ কমেছে প্রায় ১০০ কোটি টাকার সমপরিমাণ।

বর্তমানে, বিভিন্ন ব্যাংকে কার্ডে পেমেন্টের জন্য ভিন্ন ভিন্ন ডলার রেট রয়েছে। তবে গড় ডলার রেট ১১০-১১১ টাকা। সে অনুযায়ী, গত জুনে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ৩৫ মিলিয়ন ডলার খরচ করেছেন। ভারত ছাড়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ খরচ করেছে বাংলাদেশিরা।

ব্যাংকাররা জানান, ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন।

তবে শুধু বাংলাদেশিরাই নন, বিদেশিরাও বাংলাদেশে ক্রেডিট কার্ডে উল্লেখযোগ্য পরিমাণে ডলার খরচ করেছেন। গত জুনে বাংলাদেশে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৯৬ কোটি টাকা, যা মে মাসে ছিল ২১০ কোটি টাকা; অর্থাৎ এক মাসে লেনদেন কমেছে ৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা জুন মাসে যে পরিমাণ অর্থ লেনদেন করেছেন, তা একই সময়ে বাংলাদেশের মধ্যে বিদেশি ক্রেডিট কার্ডধারীদের লেনদেনকৃত অর্থের প্রায় দ্বিগুণ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে  ক্রেডিট কার্ডের মাধ্যমে আগের মাসের তুলনায় জুন মাসে খরচ ১.৮৭ শতাংশ বেড়েছে। জুনে এর পরিমাণ ছিল ২৪১৩ কোটি টাকা, যা মে মাসে ছিল ২৩৬৯ কোটি টাকা।

ক্রেডিট কার্ডধারীদের ব্যয়ের প্রবণতা বিশ্লেষণ করে দেখা গেছে, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেই ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করা হয়েছে। জুনে ক্রেডিট কার্ডের মোট খরচের প্রায় ৪৬ শতাংশ খরচ করা হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। প্রায় ১১২০ কোটি টাকা ব্যয় হয়েছে এক্ষেত্রে। এছাড়া, মোট ব্যয়ের ১৩ শতাংশ খরচ হয়েছে ফান্ড ট্রান্সফারে।

এছাড়া কার্ডধারীরা বিভিন্ন রিটেইল আউটলেট, নগদ উত্তোলন, পোশাক কেনাকাটা, ওষুধ ও ফার্মেসি, পরিবহন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কার্ড ব্যবহার করেছেন।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২