বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
এসএসসির ফলাফলে নাঙ্গলকোট মাহিনী উচ্চ বিদ্যালয়ের কুমিল্লা বোর্ডে ১২তম স্থান অর্জন
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১২:৪১ এএম |


 এসএসসির ফলাফলে নাঙ্গলকোট মাহিনী উচ্চ বিদ্যালয়ের কুমিল্লা বোর্ডে ১২তম স্থান অর্জন

চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী মাহিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরের ন্যায় এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাসের পাশাপাশি ৩জন গোল্ডেন জিপিএ-৫সহ ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে বিদ্যালয়টি ১২তম স্থান অর্জন করেছে। এছাড়া বিদ্যালয়টি ২০১৮,২০১৯ ও ২০২২ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। গতকাল সোমবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষকদের সাথে ভালো ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগী রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছেরাজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফেজ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ওহিদ উল্ল্যাহ প্রমুখ।
জানা যায়, বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্ঠা কাজ করেছে। বিদ্যালয়ের দুর্বল শিক্ষার্থী চিহিৃত করে তাদের জন্য আলাদা পাঠ দান এবং নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এস এস সি পরীক্ষার ফরম ফিলাপ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান, সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার তদারকিও ভালো ফলাফলে ভূমিকা পালন করে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মজুমদার ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান ফাহিমা বলেন, শিক্ষকদের সর্ব্বোচ্চ প্রচেষ্টা আমাদের ভালো ফলাফল অর্জনে ভূমিকা পালন করে। এছাড়া রামজান মাসেও শিক্ষকদের আলাদা পাঠদান এবং শ্রেণী কক্ষে উপস্থিতির বাহিরেও যে কোন বিষয়ে শিক্ষকরা পরামর্শ প্রদান করতেন।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত অন্য একজন শিক্ষার্থী তাছনিম তাফান্নুম বলেন, আমাদের ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের আন্তরিক পাঠদানের পাশাপাশি সব-সময় উৎসাহিত করাটাও ভূমিকা পালন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মজুমদার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষকদের শিক্ষার্থীদের আন্তরিক পাঠদানের কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। তিনি এজন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদ উল্ল্যাহ বলেন, শিক্ষার্থীদের সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং এস এস সি পরীক্ষার ফরম ফিলাপে বিদ্যালয় পরিচালনা কমিটির অবাধ স্বাধীনতা শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে ভূমিকা পালন করে।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২