
সোমবার
জাতীয়তাবাদী ফোরাম কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা ও
মহানগর বিএনপির কার্যালয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ
হোসেনের আশু রোগমুক্তি কামনায় কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান
ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী
আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইস্টার্ন
মেডিকেল কলেজের চেয়ারম্যান ডঃ শাহ মোহাম্মদ সেলিম পিএইচডি,
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু,
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জসীম উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সরকার মোহন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক ।
উপস্থিত ছিলেন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল হক সবুজ,
দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সি. এম
আহাদ, এডভোকেট তৌহিদুল ইসলাম, এডভোকেট জাকির হোসেন, আলী আকবর, আব্দুল বারেক
সরদার, মেঘনা যুবদল নেতা আরিফ প্রধান, দাউদকান্দি উপজেলা কৃষক দল নেতা
মনিরুল ইসলাম ফরাজী, প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয়
কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার
কুমিল্লার মানুষের গর্ব ও আমাদের অভিভাবক, উনার জন্য হাজার হাজার মানুষ
দোয়া করছে, আমরাও স্যারের জন্য প্রানভরে দোয়া করব আল্লাহ যেন উনাকে সুস্থ
করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন ।
