ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লাকসাম শান্তা হাসপাতালের ৮ম তলায় গ্রীন ক্যাসেল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। “কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” শীর্ষক উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। কুমিল্লা জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি মীর আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামছুদ্দোহা, চাঁদপুর জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসেম মিয়াজী, লক্ষ্মীপুর জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি মুফতি হেলাল উদ্দিন আল-কাদরী, ফেনী জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি মহিউদ্দিন আল-কাদরী, লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি আলহাজ্ব মাস্টার মাহবুবুর রহমান প্রমুখ। এতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর বলেন, মহান আল্লাহ মানবজাতির সুষ্ঠু জীবন পরিচালনার জন্য পবিত্র কোরআন নাযিল করেছেন। আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা.) কে পাঠিয়েছেন বাস্তব জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার জন্য। আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহ অনুসরণের বিকল্প নাই। তিনি আরো বলেন, সকল অন্যায়-অবিচার, শোষণ-নিপীড়ন ও পাপাচারমুক্ত ও কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। যারজন্য সকলকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের থাকার আহ্বান জানান তিনি।