প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১:২৩ এএম |
স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট ইসলাম শ্যামল (২৩) নামে এক যুবককে মারধর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহীদ সর্দার নামে আরও একজন আহত হয়েছেন। গত ১৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১৮ নং ওয়ার্ড নুরপুর মুছিপট্টি খেলার মাঠের সামনের রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শ্যামল কাটাবিল এলাকার আহসান উল্লাহ সাথীর পুত্র। বর্তমানে সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত শ্যামলের দাদি মায়া বেগম বাদি হয়ে নুরপুর এলাকার জসিম উদ্দিনের পুত্র বিল্লাল এবং হাবিব মিয়ার পুত্র শাকিলসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মায়া বেগম অভিযোগে উল্লেখ করেন, ১৭ জুলাই বিকালে শ্যামলসহ তার বন্ধুরা ওই মাঠে ফুটবল খেলে। এ নিয়ে নুরপুর এলাকার ছেলেদের সাথে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা আমার নাতিকে মিমাংসা করে দিবে বলে ঘর থেকে ডেকে নেয়। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর তারা শ্যামলকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শোরচিৎকারে এগিয়ে আসলে শহীদ সর্দারকেও মারধর করা হয়। বর্তমানে সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।