
বুড়িচং
প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ
এক মাদক ব্যবসায়ীকে আটক করে। উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া হিন্দুরী
ব্রীজের উত্তর পাশে বাগড়া -কুমিল্লা সড়কের কুমিল্লা গামী পাকা রাস্তার উপর
থেকে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
১৭ জুলাই সন্ধ্যায় বুড়িচং থানার
এসআই(নিরস্ত্র) দিবাকর বড়ুয়া এএসআই(নিরস্ত্র) নুর আলম সঙ্গীয় ফোর্সসহ
বুড়িচং থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে উদ্দেশ্যে বের হয়। গোপন
সংবাদের ভিকিত্তে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে
ঘটনাস্থল বুড়িচং থানাধীন রাজাপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচোড়া হিন্দুরী
ব্রীজের উত্তর পাশে বাগড়া - কুমিল্লা গামী পাকা রাস্তার উপর থেকে ১২ কেজি
গাঁজাসহ আসামীকে গ্রেফতারে করা হয়। আসামীর ডান হাতে ব্যাগের ভিতর হইতে ১২
কেজি গাঁজা জব্দ করে। এসআই (নিরস্ত্র) দিবাকর বড়ুয়া ১ জনের বিরুদ্ধে এজাহার
দায়ের করেন।
আসামি হল জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাচোড়া
গ্রামের মৃত সেলিম মিয়ার প্রকাশ সেলিমের ছেলে জিল্লুর রহমান রানা প্রকাশ
কালা রানা (২৫)।এঘটনায় থানায় মাদক আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
