বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
কুমিল্লায় তিন ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টি
জহির শান্ত
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১২:৫১ এএম |

  কুমিল্লায় তিন ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টি

চলতি মৌসুমে কুমিল্লায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রবিবার দুপুরে। এদিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাত্র তিন ঘন্টা সময়ে জেলাজুড়ে ৯৪.২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে কুমিল্লার আবহাওয়া পর্যবেক্ষণাগার। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি সপ্তাহের প্রায় প্রতিদিন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা আবহাওয়া অফিস।
এদিকে রবিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ হতে শুরু করে। প্রায় তিনঘন্টাব্যাপি এ বর্ষণে শহরের বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। চলমান তাপদাহে মৌসুমের প্রথম ভারী বর্ষণে জনমনে কিছুটা স্বস্তি আসলেও বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় মানুষজনকে পোহাতে হয় ভোগান্তিও। শহরের জিলা স্কুল রোড, নজরুল এভিনিউ, স্টেডিয়াম মার্কেট, কুচাইতলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় পানি জমে যাওয়ায় ভোগান্তি বাড়ে মানুষের। দুর্ভোগে পড়ে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। এছাড়াও দুপুরের দিকে বৃষ্টি হওয়ায় স্কুলগামী ও স্কুল থেকে বাড়ি ফিরতে থাকা শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। অনেকেই ভিজে ভিজে কাদা-জল মাড়িয়ে বাড়ি ফিরেন। তবে বিকেলের মধ্যেই সড়কের পানি সরে যাওয়ায় স্বস্তি ফিরে জনমনে।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জীবন জানান, বাংলা বর্ষপঞ্জি অনুসারে ১৫ই জুন বর্ষা ঋতুর আগমন তথা আষাঢ় শুরু হয়েছে। কিন্তু আবহাওয়া পঞ্জি অনুসারে ৭ই জুন মৌসুমীবায়ু (দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু) টেকনাফ উপকূল হয়ে চট্টগ্রাম বিভাগ তথা কুমিল্লা জেলায় বিস্তার লাভ করে।
  কুমিল্লায় তিন ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টি তিনি বলেন, তীব্র গরমের পর মূলত ৭ জুন থেকেই কুমিল্লা জেলায় বর্ষার বৃষ্টিপাত শুরু হয়। প্রথম দিন ৪মিলিমিটার বৃষ্টিপাত হলেও ক্রমান্বয়ে বৃষ্টিপাত বাড়তে থাকে এবং ৯ই জুন কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগার ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে - যা ভারী বর্ষণ। এর পর থেকে রবিবার (১৮ই জুন) পর্যন্ত প্রায় প্রতি দিনই হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে কুমিল্লা জেলায়।
তিনি বলেন, আবহাওয়া পঞ্জি অনুসারে জুন-সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম। বর্ষা মৌসুম কেবল শুরু হয়েছে। এই মৌসুম চলবে সেপ্টেম্বর নাগাদ। শুরুর দিকে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। সাধারণত এই মৌসুমে জুলাই ও আগস্ট মাস সবচেয়ে বেশি বৃষ্টিবহুল থাকে। এই মৌসুমে সাগরে কয়েকটি লঘুচাপ-নিম্নচাপ তৈরি হয়- যা বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।
বর্তমানে মৌসুমীবায়ু সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার উপরও মোটামুটি সক্রিয় আছে। যার ফলে রবিবার জেলায় অতি ভারী বর্ষণ হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯৪.২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে কুমিল্লা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলমান সপ্তাহটিতে বিরতি-সহ প্রায় প্রতিদিনই জেলায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
জুনের শুরু থেকে রবিবার (১৮ জুন) বিকাল তিনটা পর্যন্ত ৩২৩মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় -যা এই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের কাছাকাছি (জুন মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ৩২৯.৬মিলিমিটার)। তাই আশা করা যায় এই মাসে কুমিল্লায় স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।তবে একটি বিষয় মনে রাখতে হবে, বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ মৌসুমীবায়ুর সক্রিয়তার উপর নির্ভরশীল।এই বায়ুর গতি শ্লথ হলে তথা সক্রিয়তা কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলে অনেক সময় কাক্সিক্ষত মাত্রায় বৃষ্টিপাত পাওয়া যায় না।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২