
চলতি
মৌসুমে কুমিল্লায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রবিবার দুপুরে।
এদিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাত্র তিন ঘন্টা সময়ে জেলাজুড়ে
৯৪.২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে কুমিল্লার আবহাওয়া পর্যবেক্ষণাগার।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি সপ্তাহের প্রায় প্রতিদিন জেলায় বৃষ্টিপাত
হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা আবহাওয়া অফিস।
এদিকে রবিবার
(১৮ জুন) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ হতে
শুরু করে। প্রায় তিনঘন্টাব্যাপি এ বর্ষণে শহরের বিভিন্ন এলাকার সড়কে পানি
জমে যায়। চলমান তাপদাহে মৌসুমের প্রথম ভারী বর্ষণে জনমনে কিছুটা স্বস্তি
আসলেও বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় মানুষজনকে পোহাতে হয় ভোগান্তিও।
শহরের জিলা স্কুল রোড, নজরুল এভিনিউ, স্টেডিয়াম মার্কেট, কুচাইতলী
মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় পানি জমে যাওয়ায় ভোগান্তি
বাড়ে মানুষের। দুর্ভোগে পড়ে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। এছাড়াও
দুপুরের দিকে বৃষ্টি হওয়ায় স্কুলগামী ও স্কুল থেকে বাড়ি ফিরতে থাকা
শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। অনেকেই ভিজে ভিজে কাদা-জল মাড়িয়ে বাড়ি
ফিরেন। তবে বিকেলের মধ্যেই সড়কের পানি সরে যাওয়ায় স্বস্তি ফিরে জনমনে।
তিনি বলেন,
তীব্র গরমের পর মূলত ৭ জুন থেকেই কুমিল্লা জেলায় বর্ষার বৃষ্টিপাত শুরু হয়।
প্রথম দিন ৪মিলিমিটার বৃষ্টিপাত হলেও ক্রমান্বয়ে বৃষ্টিপাত বাড়তে থাকে এবং
৯ই জুন কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগার ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করে - যা ভারী বর্ষণ। এর পর থেকে রবিবার (১৮ই জুন) পর্যন্ত প্রায়
প্রতি দিনই হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে
কুমিল্লা জেলায়।