কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ জুন) বিকেলে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে —লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভুতা মিয়ার ছেলে মো ফয়সাল (২১)।