বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
কুবি প্রেস ক্লাবের মৌসুমি ফল উৎসব
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ১২:১৩ এএম |


 কুবি প্রেস ক্লাবের মৌসুমি ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন)  বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে (গোলচত্বরে) সংগঠনের দপ্তর সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে বিকেলে এ উৎসব উদযাপিত হয়।
এই ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, জামসহ আরো বেশ কয়েকটি মৌসুমী ফল ছিল।
ফলাহার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য ফাতেমা রহিম রিন্স। তিনি বলেন, '২০১৮ সাল থেকে প্রেস ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ও প্রশাসনের গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে গতবছর (২০২২ সাল) নিবন্ধন পাই। শুরুতে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মতো অফিস না থাকলেও বর্তমানে আমরা অফিস পেয়েছি। তবে অফিসে পর্যাপ্ত আসবাবপত্রের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানাই যাতে আমাদের এই অপূর্ণতা কাটিয়ে উঠতে সহযোগিতা করেন।'
প্রেস ক্লাবের এরকম ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এ ব্যাপারে তিনি বলেন, 'এ ধরনের প্রোগ্রাম ভিন্নমাত্রা যোগ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে। এতে তোমরা আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরেছো। এটা খুবই ভালো উদ্যোগ। প্রাকৃতিক পরিবেশে বসে ফল উৎসব বিষয়টা অন্যরকম সুন্দর। তোমরা বিষয়টি ব্যতিক্রমীভাবে করতে পেরেছো।'
তিনি  আরো বলেন, 'তোমরা কাজের ক্ষেত্রে  স্বাধীন। তবে যে বিষয়গুলা সকলের জানা দরকার এবং যা সত্য সেই বিষয়গুলো তোমাদের লেখাতে তুলে ধরবে। এক্ষেত্রে যা লিখছো অবশ্যই তার প্রমাণ রাখবে। আর আমি বিশ্ববিদ্যালয়ের ইমেজকে ভালো করার জন্য কাজ করছি। সেজন্য শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও ইফোর্ট দিচ্ছি।'
সভাপতির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের সব  ইতিবাচক দিকগুলো সবার আগে তুলে ধরে। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযাত্রী হিসাবে থাকবো। তবে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কেউ যদি  কোন নেতিবাচক কাজে জড়িত থাকে তবে তাও আমরা তুলে ধরবো।'
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমান, সহকারী প্রক্টর অমিত দত্ত, আবু ওবায়দা রাইদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব দ্বিতীয় বারের মতো মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো এই উৎসব হয়েছিল।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২