প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:৩৩ এএম |

সিদলাই জোরপুল থেকে কান্দুঘর মাধবপুর সড়কের মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।
একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে মরন ফাঁদ সৃষ্টি হয়। কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই জোরপুল থেকে কান্দুঘর মাধবপুর সড়কে দীর্ঘ কয়েক
বছর যাবত এ এলাকার ১০ গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করছে। সরজমিনে
গিয়ে দেখা যায়,ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই, মাধবপুর
ইউনিয়নের কান্দুঘর,ঘাগরাকাটা, রাজাবাড়ি,নুনআটি, মাধবপুর, মিরপুর এবং
দেবীদ্বার উপজেলার সংসাইল, বড়সালঘর, ছোট সালঘর, প্রজাপ্রতি সহ প্রায় ১০
গ্রামের মানুষ প্রায় দিন এ সড়ক দিয়ে চলাচল করে, এ রাস্তার ইটগুলি ভেঙে এবং
সড়কটি ধসে সম্পুর্ন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি,
অটোরিকশা, পিকাবভ্যান, মিনিট্রাকসহ শতশত যানবাহন চলাচল করতে দেখা যায়।
যানবাহন দুটি ক্রসিং করার সময় উল্টে খালে পড়ে যেতে ও দেখা যায়। এ ব্যপারে
কান্দুঘর গ্রামের পথচারী আবদুল খালেক বলেন, আমাদের উপজেলার সাথে সংযোগ সড়ক
এটি,এ সড়কের মত এত খারাপ সড়ক আমার জানা মতে কোন উপজেলায় নেই। অন্যদিকে অটো
রিকশা চালক হাসান মিয়া বলেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল
করি এবং প্রায় দিনই ছোট খাট দূর্ঘটনার স্বীকার হই। তিনি আরো বলেন, দিনে
যেমন তেমন রাতে এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয় আমাদের।
এ ব্যপারে
জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান
ফরিদ উদ্দিন বলেন, এই সড়কটির নিয়ে আমি উপজেলা সমন্বয় কমিটির কথা বলেছি,
প্রশাসন এ সড়কটি অচিরেই টেন্ডার হবে বলে আশ্বস্ত করেন। এ সড়কে চলাচলকারী
সাধারণ মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে।