প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:০৬ পিএম |
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২ জুন উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, গত ২ জুন বিকেলে থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ সৌরভ হোসেন, সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
অভিযানে শশীদল ইউনিয়নের শশীদল দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) গ্রামের রফিকের দোকানের সামনে থেকে (হরিমঙ্গল - বাগড়া) বাজার গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ ইমরান হোসেন(২৩) কে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ৮০ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার করে। মোঃ ইমরান হোসেন কুমিল্লা কোতয়ালী থানার মাঝিগাছা গ্রামের রবু মিয়ার ছেলে।
পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, "আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।