
কুমিল্লার
চান্দিনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আফছারুল
আমীন এর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ
কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে সাবেক মন্ত্রীর
মুত্যু সংবাদ পাওয়ার পর মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে তাৎক্ষনিক
দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল
দত্ত এমপি।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ১৯৭০সালে আমি এবং ডা.
আফছারুল আমীন একই সাথে চট্টগ্রাম মেডিকেলে পড়ালেখার মধ্য দিয়ে আমাদের
বন্ধুত্ব সৃষ্টি হয়। দীর্ঘ জীবনে আমাদের বন্ধুত্ব ছিল অটল। আজ এই সভার
মধ্যেই বন্ধুর (ডা. আফছারুল আমীন) মৃত্যুর সংবাদটি আমার মোবাইল ফোনে আসে।
এসময় তিনি সকল নেতা-কর্মীদের কাছে সাবেক মন্ত্রী আফছারুল আমীন এর রুহের
মাগফিরাতে দোয়া প্রার্থনা করেন।
পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন
কাউন্সিলর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা
আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা
উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, প্রবীণ
আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক নজরুল ইসলাম সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ সভাপতি
জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ শ্রমিক বিষয়ক সম্পাদক আলী হোসেন, আওয়ামী লীগ
নেতা আব্দুল লতিফ সহ বিভিন্ন ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি
সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।