প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:০১ পিএম |
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মে) রাতে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের সালটিয়া ইউনিয়নের রৌহা-সুবর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের নেওয়াজ ঢালির ছেলে মো. শফিকুল ইসলাম ঢালী (৫৫)। তিনি ময়মনসিংহ শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে গফরগাঁও থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ যাচ্ছিল। পথে রৌহা-সুবর্ণপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
গফরগাঁও থানার পুলিশ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।