বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
চান্দিনায় নবজাতককে মৃত ঘোষনা করে বাক্সবন্দির ঘটনায় তদন্ত কমিটি গঠন
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮:১৪ পিএম |

চান্দিনায় নবজাতককে মৃত ঘোষনা করে বাক্সবন্দির ঘটনায় তদন্ত কমিটি গঠনকুমিল্লার চান্দিনায় সিজারিয়ান অপারেশনে ভূমিষ্ট নবজাতককে মৃত ঘোষণা করে বাক্সবন্দি করার তিন ঘন্টা পর নড়েচড়ে উঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। 

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে একজন গাইনি কনসালটেন্ট, একজন শিশু কনসালটেন্টকে সদস্য করা হয়। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি ঘটনার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, সোমবার (২৯ মে) সাড়ে ৮টায় চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার ‘চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে’ সিজারিয়ান অপারেশনে সুমাইয়া নামের এক প্রসূতি পুত্র সন্তান জন্ম দেন। নবজাতকের মাতৃ গর্ভেই মৃত্যু হয় এমন সিদ্ধান্তে হাসপাতালের কর্তৃব্যরত সেবিকারা ওষুধের কাটুনে বন্দি করে দেয় সদ্যজাত শিশুটিকে। মৃত ওই নবজাতককে বাড়িতে নিয়ে কাটুন খুলে মাটিতে রাখার পর সকাল অনুমান ১১টায় নড়েচড়ে উঠে ওই নবজাতক। কিছুক্ষণের মধ্যে ওই নবজাতক প্রস্রাব ও মলত্যাগ করে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন তাকে দ্রুত কুমিল্লা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবারও মৃত ঘোষণা করেন।














সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২