বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
কুমিল্লায় স্মরণ সভায় বক্তারা-
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:৪৯ এএম |


  মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দুই বারের নির্বাচিত সাবেক ভিপি বীর মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক শাহআলম বাংলাদেশের অনেক ঐতিহাসিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার ছিল সাহসী নেতৃত্বগুণ। অপার সাহসিকতায় তিনি বাঙালির মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে ভিপি শাহআলম ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ছিল অন্য যোদ্ধাদের প্রেরণা । একজন জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে বৃহত্তর কুমিল্লার ছাত্র সমাজের কাছে তিনি ছিলেন সমাদৃত। মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (২৯ মে) কুমিল্লা টাউন হল মিলনায়তনে শাহআলম শুভার্থী পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

ভিপি শাহআলম এক অবিনাশী চেতনার নাম উল্লেখ করে বক্তারা আরো বলেন, তিনি জনপ্রিয় নেতা ছিলেন। স্বাতন্ত্রিক নেতৃত্বগুণের কারণেই তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, হয়ে উঠেছিলেন জনপ্রিয় নেতা। তিনি হাঁটলেই মিছিলের মতো হয়ে যেতো।

তাঁর ইন্তেকালে আমরা হারিয়েছি একজন দেশপ্রেমিক যোদ্ধাকে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

২০২৩ সালের ২৯ মার্চ ভিপি শাহআলম ইন্তেকাল করেন। কিন্তু এর অনেক আগেই আশির দশকে তিনি কুমিল্লা ছেড়ে চলে গিয়েছিলেন, তা ছিলো আমাদের জন্য দুর্ভাগ্য। তার মৃত্যুর পর পারিপার্শ্বিক কারণে তার মরদেহ কুমিল্লায় আনা সম্ভব হয়নি। তারপরও কুমিল্লায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আজকে শুভার্থী পরিষদের আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে। কুমিল্লার কৃতি সন্তান কাউকে স্মরণ করতে আমরা যেন কার্পণ্য না করি। সকল বিভক্তি দূরে ঠেলে আমাদের ছেড়ে চলে যাওয়া কুমিল্লার বরেণ্য মানুষগুলোকে আমাদের স্মরণে রাখা উচিত।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার, যুদ্ধকালীন কোতয়ালী থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন, লাকসাম থানার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ভিপি শাহ আলমের পুত্র ফখরুল আলম উল্লাস ও সাইফুল আলম বাবু।

সঞ্চালনায় ছিলেন এডভোকেট শহীদুল হক স্বপন ও আহসানুল কবীর।

স্বাগত বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের এককালীন রাজনৈতিক সাথী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ৮০’র দশকের কুমিল্লায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ড. শাহ্ মোঃ সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি শাহ আলমের সহযোদ্ধা রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুল আলিম কাঞ্চন, ন্যাপ নেতা বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, এডভোকেট মাহাবুবুর রহমান।

মঞ্চে কবিতা আবৃত্তি করেন সৈয়দ আহমাদ তারেক ও রুবেল কুদ্দুস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে ভিপি শাহ আলমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

 












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২