
বাংলাদেশ
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কুমিল্লা মহানগর ও কুমিল্লা সদর উপজেলার
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে এই
সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ন্যাপের সভাপতি আবুল
কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
এডভোকেট গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, খাদেম মোহাম্মদ ফিরোজ,
অ্যাডভোকেট আব্দুল জলিল, জাকির হোসেন তামিম, সরকার ফারুক আহমেদ, আহসান
কবের দিদার, ওয়ালিয়র রহমান, অধ্যাপক সমীরন চৌধুরী সহ অন্যান্যরা।
সম্মেলনে
সরকার ফারুক আহমেদকে সভাপতি এবং গাজী মোঃ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে
৩১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়। এছাড়া হাবিবুর রহমানকে
সভাপতি এবং ওয়ালিউর রহমানকে সাধারণ সম্পাদক করে আদর্শ সদর উপজেলা কমিটি
ঘোষণা করা হয়।
পরে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়-প্রেস বিজ্ঞপ্তি।
