শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় পৃথক দুই হত্যাকাণ্ডে দুই আসামির ফাঁসির আদেশ
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১২:৪১ এএম |

  কুমিল্লায় পৃথক দুই হত্যাকাণ্ডে দুই আসামির ফাঁসির আদেশ
কুমিল্লার চান্দিনায় পৃথক দুই হত্যাকান্ডে দুই আসামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে কুমিল্লার আদালত। ওই রায়ে আসামীদের ২০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মে) এ রায় দেন কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খাঁন। মামলা দুইটির রাষ্ট্র পক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের মোল্লা বাড়ীর রমিজ উদ্দিনের ছেলে মোঃ রবিউল প্রকাশ রবিউল্লা (৩৫)। দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল (৪২)।
জানাযায়- ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান ৬টায় হতে পরদিন ১১টা পর্যন্ত যেকোন সময় কুমিল্লা চান্দিনা উপজেলার জরুন্ডা গ্রামের জনৈক মোস্তফার মৎস্য প্রজেক্টের পাশে সাহেব আলীর আলু ক্ষেতে আসামি রবিউল প্রকাশ রবিউল্লা বাদীর ছোট ছেলে ভিকটিম মোঃ মাসুদকে বলাৎকার করে হত্যা করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা কংগাই গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পদির্শক (এসআই) স্বপন কুমার দাশ মামলার তদন্ত শেষে আসামি মোঃ রবিউলকে আটক করে আদালতে পাঠানোর পর অভিযুক্ত রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এদিকে, মামলাটি তদন্তকালে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে ঘটনার সাথে অভিযুক্ত রবিউল এর সম্পৃক্ততা প্রমাণ পাওয়ায় ২০১৫ সালের ২০ জুন দ: বি: ৩৭৭/৩০২ ধারার বিধানমতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচার কাজ শুরু হওয়ায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি অভিযুক্ত রবিউল এর বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। এসময় রাষ্ট্রপক্ষে ১৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণক্রমে যুক্তিতর্ক শুনানী শেষে আসামি রবিউলকে দন্ডবিধির ৩০২ ধারার বিধানমতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন আদালত।
অপর ঘটনাটি ২০০৬ সালের ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। ওই গ্রামের মুজিবুর রহমান এর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতিকালে ডাকাত জলিলকে হাতেনাতে আটক করলে তার হাতে থাকা ধারালো ছুরির আঘাতে মো. মজিবুর রহমান (৬০) নামে ওই গৃহকর্তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের ভাগিনা কুমিল্লার চান্দিনা উপজেলার নুরপুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে আসামি আঃ জলিল (৪২)সহ চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার খাঁন ঘটনার তদন্তপূর্বক অভিযুক্ত মোঃ আঃ জলিল সহ ৩জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৩০ মে  আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচার কাজ শুরু হলে ২০০৯ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠনক্রমে রাষ্ট্রপক্ষে ২৭জন সাক্ষীর মধ্যে ১৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী শেষে পলাতক আসামি আঃ জলিল এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দুইটি পৃথক মামলার রায়ে আরও উল্ল্যেখ করা হয় আসামি রবিউল্লাহ ও আঃ জলিল এর মৃত্যু দণ্ডাদেশ হাইকোর্ট ডিভিশন কতৃর্ক অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিদের ফাঁসির রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আঃ জলিল আদালতে অনুপস্থিত ছিলেন।
ওই মামলার অন্য আসামীদের মধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি গ্রামের ছানা উল্লার ছেলে মোঃ মফিজ (৩৫) এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন এবং অপর আসামি চান্দিনা নুরপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে বজলুর রহমান ভুলু মামলা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী নূরুল ইসলাম বলেন আশা করছি এ রায় বহাল রেখে মৃত্যুদণ্ড শীঘ্রই কার্যকর হবে।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২