নিজস্ব
প্রতিবেদক: যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশ কুমিল্লায় জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। কুমিল্লা শহর ও
মুরাদনগর উপজেলায় পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। তিনদিন
ব্যাপি কর্মসূচির প্রথম দিনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর
জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “চেতনায় নজরুল” ম্যুরালে পুষ্পার্ঘ্য
অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম
বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমসহ জেলা
প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, নজরুল পরিষদ,
কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা সাংস্কৃতিক
জোট, কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, জাতীয় রবীন্দ্র সংগীত
সম্মিলন পরিষদ, সারেগামাপা কুমিল্লা, নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, নজরুল মেমোরিয়াল একাডেমী,
খেলাঘর কুমিল্লা, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলা সংস্কৃতি
বলয়, কুমিল্লার সদস্যরা সহ সাধারণ মানুষ।
পরে বেলুন উড়িয়ে তিনদিন
ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারসহ অতিথিগণ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক
প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিগণ। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান এবং
আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী
আকম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।
অনুষ্ঠানে
সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও বঙ্গবন্ধু আবৃত্তি
পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবিতীর্থ দৌলতপুরে নজরুল জন্মবার্ষিকীর
অনুষ্ঠানমালা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তি উপলক্ষে জেলা
প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার
কবিতীর্থ দৌলতপুরে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বৃহস্পতিবার
সকালে কবি নজরুল ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী। দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল
মিলনায়তনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, একই সময়ে মুরাদনগর সেন্ট্রাল স্কুলে
কবিতা আবৃতি প্রতিযোগিতা ও নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক রচনা
প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)
মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, বাঙ্গরা বাজার
থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির
হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ,
নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, দৌলতপুর আলীম
মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাঈমুর রহমান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের
সাধারণ সম্পাদক আবুবকর সবুজ ও নার্গিস বংশের উত্তরসূরী বাবলু আলী খান
প্রমুখ।
এ দিকে আজ (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় নজরুল মঞ্চে আলোচনা সভা,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা
হবে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে এতে প্রধান
অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন
এমপি।