
দেশব্যাপি
শান্তি সমাবেশের অংশ হিসেবে কুমিল্লায়ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ
আওয়ামী লীগ-কুমিল্লা মহানগর শাখা। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা মহানগরীর
বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে শান্তি সমাবেশে অংশ নেন যুবলীগের নেতা
কর্মীরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশ
মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর
আল আমিন সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য
বাবু সঞ্জয় রায়, বোরহান মাহমুদ কামরুল, মাসুদুর রহমান মাসুদ, আলী ইকরাম
তুহিন, হান্নানুর রহমান বেলাল, অনিক বড়ুয়া ঝুনু, তারিক হোসেন বাদল, রোকন
উদ্দিন রোকন, দুলাল হোসেন অপুসহ অন্যান্যরা।
শান্তি সমাবেশের বক্তব্যে
যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত
রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপি যুবলীগ শান্তি
সমাবেশ পালন করে যাচ্ছে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর
আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও মহানগর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাতের নির্দেশনায়
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিপ্লবী সাধারণ
সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে
শান্তি সমাবেশ পালন করা হচ্ছে।
