স্টাফ
রিপোর্টার: কুমিল্লা শহরের মনোহরপুরে এক দরিদ্র ব্যবসায়ীর ভ্রাম্যমাণ টং
দোকান তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টায় এ
ঘটনা ঘটে। ঘটনার পর দরিদ্র ঐ ভ্রাম্যমাণ ব্যবসায়ী মাদাই চক্রবর্তী তিনজনের
নাম উল্লেখ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি সাঞ্জুর মোর্শেদ।
অভিযুক্তরা
হলেন- নানুয়ার দিঘির পাড়ের আশরাফুল আলম রতনের ছেলে আশিকুর রহমান ফাহিম,
অশোকতলার কাদেরের ছেলে সিয়াম ও বজ্রপুর নানুয়া দিঘির মাহে আলমের ছেলে
আশরাফুল আলম রতন। দোকান তুলে নিয়ে যাওয়ার আগে হুমকি দেওয়ায় মাদাই চক্রবর্তী
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর
হাবীবুর আল আমিন সাদীকে জানালে তিনি হুমকিদাতাদের সতর্ক করলেও টং দোকানটি
রাতে আধারে তুলে নিয়ে যায়। এতে ৬০/৭০ হাজার টাকার ক্ষতি হয়।
মামলার
বিবরণে জানা যায়, মাদাই চক্রবর্তী মনোহরপুরস্থ মিড ল্যান্ড সিটি সেন্টার-
ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন রাস্তার পাশে টং দোকানে পান-সিগারেট
বিক্রি করেন। বিবাদীরা তাকে টং দোকান উচ্ছেদের হুমকি দেওয়ার পর তিনি বিষয়টি
প্যানেল মেয়রকে জানান। এরপর ২৩ মার্চ রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
পরদিন ২৪ মার্চ সকালে ঘটনাস্থলে এসে দেখেন তারা দোকানটি নাই। পরে বিষয়টি
আশপাশের লোকজনকে জানালে আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়,
পূর্বে হুমকি দেওয়া ব্যক্তিরাই তার টং দোকানটি উঠিয়ে চুরি করে নিয়ে যায়।
তার দোকানে অন্তত ৬০/৭০ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও পান
ছিলো বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কুমিল্লা কোতয়ালী
মডেল থানার ওসি সাঞ্জুর মোর্শেদ বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
আমরা অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।