প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১২:৩৬ এএম আপডেট: ২৬.০৩.২০২৩ ১:১১ এএম |

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা দিবসে সারা
দেশের ন্যায় কুমিল্লাতেও পালন করা হলো প্রতীকী ব্ল্যাকআউট। খবর নিয়ে জানা
গেছে শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট বাজতেই এক মিনিটের জন্য নিভে যায়
কুমিল্লার সব এলাকার বাতি। নগরীর মতো ১৭ উপজেলাতে এমন চিত্র দেখা গেছে।
তবে জরুরি স্থাপনা এই কর্মসূচির আওতামুক্ত ছিল।
১৯৭১ সালের ২৫ মার্চ
কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায়
পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী
ব্ল্যাকআউট কর্মসূচি হাতে নেওয়া হয়।
এর আগে শনিবার সকালে কুমিল্লায় ২৫
মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের
আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম
আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার
আবদুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু,
কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।
এদিন সন্ধ্যায় বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস
উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত
ছিলেন।