বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের দাবীতে স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে এবং নিরাপদে মুসলিমদের সিয়াম সাধনা, ইবাদতের সুযোগদান ও সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি সকল ওলামায়ে কেরামের মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন। আজ কুমিল্লা টাউনহল গেইটে সমাবেশে এসব দাবী জানান। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মাও. ওলি উল্লাহ, সাধারণ
সম্পাদক মাও. মনিরুল ইসলাম কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাও. জামিল আহমদ আশরাফী, কুমিল্লা মহানগর সভাপতি হাফেজ মাও. সুলাইমান, সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসাইন, সহ-সভাপতি আমান উল্লাহ মুন্সী, সহ-সাধারণ সম্পাদক মাও. সালাহ উদ্দিন কিবরিয়া, শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. মামুনুর রশিদ ও মাও. সাইফুল্লাহসহ কুমিল্লা মহানগর ও পূর্ব জেলার নেতৃবৃন্দ।