নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ১৭ উপজেলার আরো ১ হাজার ৭ শ’ ৯০টি গৃহহীন ও ভূমিহীন
পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান করা হবে। আজ ২২ মার্চ প্রধানমত্রী শেখ
হাসিনা এর উদ্বোধন করবেন। কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা
গেছে। কুমিল্লার জেলাপ্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, জেলায় ২ হাজার ৯শ’
৩৬টি পরিবারকে আগের ধাপগুলোতে ভূমি ও ঘর প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ ১
হাজার ৭ শ’ ৯০টিসহ মোট ৪ হাজার ৭শ’ ২৬টি পরিবার পুর্ণবাসন হবে। এছাড়া
জেলার ৬টি উপজেলা- চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও
বি-পাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। জানা গেছে, কুমিল্লার
আদর্শ সদর উপজেলায় উদ্বোধনযোগ্য ঘরের সংখ্যা ৮৬টি, সদর দক্ষিণে ১৬০টি,
নাঙ্গলকোটে ১২৪টি, লাকসামে ৭২টি, মনোহরগঞ্জে ১১২টি, লালমাইতে ৪৮টি, বরুড়াতে
৭৮টি, চান্দিনাতে ১০৩টি, দাউদকান্দিতে ১৩০টি, মেঘনায় ৭৪টি, তিতাসে ৮৪টি,
হোমনা ৫৭টি, মুরাদনগরে ১১৫টি, দেবিদ্বারে ১৫০টি, ব্রাহ্মণপাড়ায় ২১৮টি এবং
বুড়িচং উপজেলায় ৯৯টি।