স্টাফ
রিপোর্টার।। হাজী আব্দুর রাজ্জাক নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার
হিফ্জ সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কুরআন
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ শে মার্চ) বারপাড়া চেয়ারম্যান বাড়ি
রোড অত্র মাদরাসার মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়।হাজী আব্দুর রাজ্জাক নূরানী
হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফ্জ মাদরাসার সভাপতি মাহফুজুর রহমানের
সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং জগন্নাথপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।
মাহফিলে প্রধান
মুফাচ্ছির ছিলেন ঢাকা মোহাম্মদপুর আল্লাহ কারীম জামে মসজিদের খতীব আল্লামা
খুরশীদ আলম কাসেমী।প্রধান বক্তা ছিলেন মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী
(কুয়াকাটা),প্রধান আকর্ষণ ছিলেন মাওলানা তাজউদ্দিন আল
হামিদী(টাঙ্গাইল),বিশেষ অতিথি ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ ৩ নং
ওয়ার্ডের মেম্বার শাহ জাহান সাজু।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র মাদরাসার
মুহতামিম হাফেজ মুহাম্মদ নূরে আলম। মাহফিল শেষে ১৬ জন হাফেজে কুরআনকে
পাগড়ি পড়িয়ে দেন মাহফিলের প্রধান মুফাচ্ছির আল্লামা খুরশীদ আলম কাসেমী।