২০
মার্চ ২০২৩ তারিখ প্রথমদিন - ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর
জেলা এবং ২১ মার্চ ২০২৩ তারিখ দ্বিতীয়দিন - কুমিল্লা ও চাঁদপুর জেলার সকল
কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ
জহিরুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,
কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ
আসাদুজ্জামান ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত
আনোয়ার উদ্দীন আহমেদ। সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডের উপ-কলেজ
পরিদর্শক জনাব বিজন কুমার চক্রবর্ত্তী। বোর্ডের উদ্ভাবনসমূহ পাওয়ার
পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বোর্ডের উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা)
জনাব মোহাম্মদ ছানাউল্যাহ। সম্মেলনের দুই দিনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি র্ভাচুয়ালি সংযুক্ত হয়ে
উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন – এখনকার শিক্ষা ব্যবস্থা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়।
শিক্ষকদের শিক্ষা প্রদানের পাশাপাশি পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে ইংরেজি
ভাষাসহ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের
দক্ষ ও প্রযুক্তি নির্ভর শিক্ষা আত্মস্থ করে দক্ষ মানবসম্পদ হয়ে ওঠার
পাশাপাশি উদ্যোক্তার ভূমিকায়ও অবতীর্ণ হয়ে বহু লোকের চাকরির ব্যবস্থা করতে
হবে। সেই সাথে আত্মোন্নয়নসহ নৈতিকতা ধারণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে
বোর্ডের চেয়ারম্যান বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান ৪ টি
স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো স্মার্ট নাগরিক তৈরি। আর স্মার্ট নাগরিক তৈরির
অন্যতম কারিগর হলেন শিক্ষক সমাজ। ফলে স্মার্ট নাগরিক তৈরিতে শিক্ষকবৃন্দের
যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে
পুরনো ধ্যান-ধারণা বাদ দিতে হবে। এ জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
ব্যবহারিক ও কারিগরি শিক্ষার প্রতি জোর দিতে হবে। অধ্যক্ষদেরকে এ ক্ষেত্রে
যথাযথ উদ্যোগ নিতে হবে। এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন বিভিন্ন
কলেজ থেকে আগত অধ্যক্ষবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।