বাংলাদেশ
রেলওয়ের কুমিল্লায় কর্মরত পরিচ্ছন্ন কর্মী নান্টু বাবুর চাকুরী জীবন
সমাপ্তির কারণে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে
কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে তার অফিস
কক্ষে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের মেডিকেল বিভাগ থেকে
সদ্য অবসরে যাওয়া নান্টু বাবুকে তার সন্মানে এ বিদায় দেয়। এতে প্রধান
অতিথি ছিলেন সদ্য যোগদান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)
মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী ষ্টেশন মাষ্টার কুমিল্লা রাফাতুল
ইসলাম ও মন্জুরুল ইসলাম এসআই আরএনবি কুমিল্লা। এসময় রেলওয়েতে কর্মরত
থাকাকালীন তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশংসা করে অন্যান্যের মাঝে বক্তব্য
রাখেন ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান কুমিল্লা,সহকারী স্টেশন মাস্টার
রাফাতুল ইসলাম, বুকিং সহকারী কুমিল্লা জাহাঙ্গীর আলম, রিস্তা নূর, মামুন
ওর রহমান সিকদার,বুকিং সহকারী ( পার্শ্বেল)কুমিল্লা, টিসি জিয়া
কুমিল্লা,পরিচ্ছন্ন কর্মীর প্রধান রুবেল, রানা প্রমুখ। সভাপতি স্টেশন
মাষ্টার মাহবুবুর রহমান ও প্রধান অতিথি মোস্তফা কামাল তার বক্তব্যে সদ্য
অবসরে যাওয়া নান্টু বাবুর সুস্বাস্থ্য কামনাসহ দীর্ঘ জীবনে রেলওয়েতে কর্মরত
থাকাকালীন তার কর্তব্যের প্রশংসা করেন। আরো উপস্হিত ছিলেন আরএনবি ও
জিআরপির সদস্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন প্রধান
বুকিং কুমিল্লা।