বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
তৃতীয় ওয়ানডেতে নেই আফিফ-শরিফুল
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:০৬ এএম |






আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত না হলেও তৃতীয় ওয়ানডে দলে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় পাঠানো হয়েছে আফিফ হোসেন ও শরিফুল ইসলামকে। ফলে ১৬ জনের স্কোয়াড নেমে এসেছে ১৪ জনে। প্রথম ওয়ানডে বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ব্যাটিংয়েই নামতে পারেনি। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
প্রথম দুই ওয়ানডেতে একাদশে ছিলেন না আফিফ-শরিফুল কেউ। তৃতীয় ওয়ানডেতেও তাদের খেলার সম্ভাবনা নেই। এ কারণে তাদের পাঠানো হয়েছে ঢাকা লিগ খেলতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু রাইজিংবিডিকে বলেছেন, ‘আফিফকে তৃতীয় ওয়ানডেতে খেলানোর সম্ভাবনা নেই। এ কারণে তাকে সিলেটে বসিয়ে রেখে লাভ নেই। তাই তাকে ঢাকা লিগ খেলতে পাঠানো হয়েছে। এখানে অনুশীলন করার চেয়ে ম্যাচ খেলা ভালো। শরিফুলের জন্যও তাই। আপাতত তাকে লাগছে না। তাই ঢাকা লিগ খেলতে যাচ্ছে।’
তবে আফিফের বাদ পড়া নিয়ে কানাঘুষা চলছে। ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে ওপরে ব্যাটিং করতে আগ্রহ দেখিয়েছিলেন আফিফ। কিন্তু হাথুরুসিংহে তাকে ওপরে ব্যাটিংয়ের সুযোগ দিতে পারছিলেন না। এ কারণে তার সুযোগ হলেও নিচেই ব্যাটিং করতে হতো। যেখানে আবার তার পারফরম্যান্স ভালো নয়। এ কারণে আফিফকে আপাতত দলের সঙ্গে রাখার কারণ দেখছে না টিম ম্যানেজমেন্ট।
এদিকে মেহেদী হাসান মিরাজ প্রায় সেরে উঠেছেন। প্রথম ওয়ানডের আগে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছিলেন স্পিন অলরাউন্ডার। তার চোখে রক্ত জমা হয়েছিল। যা অনেকটাই সেরে উঠেছে। তাকে নিয়ে বেশ সতর্ক টিম ম্যানেজমেন্ট। মিরাজ ফিল্ডিং শুরু করলেও ব্যাটিং-বোলিং এখনও করেননি।
দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মিরাজের অনেকটাই উন্নতি হয়েছে। চোখের চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়েছে সেভাবেই তার কাজ চলছে। তাকে বেশ সতর্ক রয়েছে টিম ম্যানেজমেন্ট। খেলার জন্য ফিট হয়ে গেলে অবশ্যই তাকে খেলাবে। সে এখন ভালো আছে।’














সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২