কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত
আনুষ্ঠানিকভাবে ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ )
ভূমিহীন-গৃহহীনদের জন্য সারাদেশের ন্যায় উপজেলায় ১২৪টি পরিবারে দুই শতাংশ
জমি ও একটি মুজিববর্ষের ঘর প্রদান করা হবে। সেইসাথে চৌদ্দগ্রাম উপজেলাকে
ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ভূমিহীন-গৃহহীনদের মাঝে সারাদেশে
হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
মঙ্গলবার(২১মার্চ)সকালে উপজেলা কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের
সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর
হোসেন।
কুমিল্লা জেলায় ২ হাজার ৯শ’ ৩৬টি পরিবারকে আগের ধাপগুলোতে ভূমি ও ঘর প্রদান
করা হয়েছে। বুধবার ১ হাজার ৭ শ’ ৯০টিসহ মোট ৪ হাজার ৭শ’ ২৬টি পরিবার পুর্ণবাসন
হবে সেইসাথে চৌদ্দগ্রামসহ ৫টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করা
হবে।আশ্রয়ন প্রকল্পের ১ম পর্যায়ে ঘর তৈরি অর্থ বরাদ্দ করা হয়েছিল ১ লাখ ৭১
হাজার, ২য় পর্যায়ে ১ লাখ ৯০ হাজার, ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার, আর ৪র্থ
পর্যায়ে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।