শনিবার ৩ জুন ২০২৩
২০ জ্যৈষ্ঠ ১৪৩০
কুবিতে অনুষ্ঠিত হলো ম্যাথ অলিম্পিয়াড
সাঈদ হাসান
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:১৫ পিএম |

কুবিতে অনুষ্ঠিত হলো ম্যাথ অলিম্পিয়াডকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের উদ্যোগে ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।সোমবার বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, সহযোগী অধ্যাপক ড. গোলাম মর্তুজা তালুকদার, সহযোগী অধ্যাপক মো: আবদুল্লাহ আল মাহবুব, সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াডে বিভাগটির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় পাই কম্পিটিশনের আয়োজনও করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় সার্টিফিকেট এবং মূল্যবান বই। পুরস্কার বিতরণী শেষে পাই এর গুরুত্ব নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

আয়োজন নিয়ে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, শুধু গণিতেই নয়! আমাদের প্রকৃতি, সঙ্গীত এবং বিভিন্ন ছন্দ আছে।   এগুলোতেও পাই এর ব্যবহার রয়েছে৷ এবং এটা অমূলত সংখ্যা। আমাদের পাই এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। গণিত এবং বিজ্ঞানকে ছড়িয়ে দিয়ে আমাদের প্রকৃতির যে রহস্য আছে সে রহস্য উদঘাটন করতে হবে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয় এবং র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের দিয়ে মানব পাই আঁকা হয়। 












সর্বশেষ সংবাদ
সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি
সাবেক মন্ত্রী আফছারুল আমিন এর মৃত্যুতে মাগফিরাত কামনা
চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ৫৫কেজি গাঁজাসহ আটক২
নবাব ফয়জুন্নেছার বাড়িকে জাদুঘর বানানো হবে--সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ
ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদকসহ সাতজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি
চার স্তম্ভে দাঁড়াবে স্মার্ট বাংলাদেশ
ভাতিজাদের মারধরে চাচার আত্মহত্যা
দাউদকান্দিতে সঙ্ঘবদ্ধ চক্রের ৬ ছিনতাইকারী গ্রেফতার
সহসা কমছে না গরম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft