কুবিতে অনুষ্ঠিত হলো ম্যাথ অলিম্পিয়াড
সাঈদ হাসান
|
![]() এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, সহযোগী অধ্যাপক ড. গোলাম মর্তুজা তালুকদার, সহযোগী অধ্যাপক মো: আবদুল্লাহ আল মাহবুব, সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অলিম্পিয়াডে বিভাগটির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় পাই কম্পিটিশনের আয়োজনও করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় সার্টিফিকেট এবং মূল্যবান বই। পুরস্কার বিতরণী শেষে পাই এর গুরুত্ব নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। আয়োজন নিয়ে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, শুধু গণিতেই নয়! আমাদের প্রকৃতি, সঙ্গীত এবং বিভিন্ন ছন্দ আছে। এগুলোতেও পাই এর ব্যবহার রয়েছে৷ এবং এটা অমূলত সংখ্যা। আমাদের পাই এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। গণিত এবং বিজ্ঞানকে ছড়িয়ে দিয়ে আমাদের প্রকৃতির যে রহস্য আছে সে রহস্য উদঘাটন করতে হবে। উল্লেখ্য, গত ১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয় এবং র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের দিয়ে মানব পাই আঁকা হয়।
|