কুমিল্লার
চান্দিনা থানা সংলগ্ন হাজী সাহেবের মোড় এলাকা থেকে একই রাতে দুইটি
ট্রাক্টর চুরির এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।
রবিবার
(১৯ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার চাটখিল ও লক্ষীপুর
জেলার রামগঞ্জ এলাকা থেকে চোরাই হওয়া দুই ট্রাক্টরসহ ঘটনার সাথে জড়িত থাকার
সন্দেহে পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার
বেতুয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ মামুন ওরফে লিটন (২৮), নোয়াখালীর
চাটখিল থানাধীন বাংশা গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে মোঃ রাসেল (৩২),
একই থানার বাবুপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ ইয়াছিন (৩৫),
নোয়াপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন (৩১), মোহাম্মদপুর
গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে মোঃ মনির হোসেন (৩২)।
জানা যায়,
চান্দিনা থানা ভবন থেকে মাত্র ১শ গজ দূরত্বে হাজী সাহেব মোড় এলাকার ‘এ
রহমান এন্ট্রারপ্রাইজ’ দোকানের সামনে থেকে গত ২৩ ফেব্রুয়ারী রাতে দুইটি
ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক আক্তারুজ্জামান জামাল ও
তৌহিদুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই মামলাটি
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম তদন্তভার নিয়ে গোপন
সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে নোয়াখালীর চাটখিল ও
লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেন।
চান্দিনা থানার অফিসার
ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, চুরি হওয়া ট্রাক্টরসহ ৫জনকে
আটক করে সোমবার সকালে থানায় হাজির করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে আরও
তথ্য উদঘাটনের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।